পানি উন্নয়ন বোর্ড বাপাউবো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪



বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পানি সম্পদ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রতিষ্ঠান। সরকারী এই বোর্ডটি মাটির নিচে ও উপরের পানির ব্যাবস্থাপনা ও পরিচালনা করে। নিচের খালি পদগুলার জন্য দেশের চাকরির প্রার্থীদের কাছ থেকে আবেদন আহবান করা হয়েছে।

চাকরির ধরনফুল টাইম সরকারি
বিজ্ঞপ্তি প্রকাশ০৮,৩১ জানুয়ারি ২০২৪ ইং
আবেদনের শেষসীমা০৭,০৩ মার্চ ফেব্রুয়ারি ২০২৪
মোট পদ সংখ্যা১৮২ টি  
বেতন স্কেল৯,৩০০-২২,৪৯০/- ৯,৭০০-২৩,৪৯০/- ১০,২০০-২৪,৬৮০/-
বেতন গ্রেড০৯
আবেদন ফি২০০ টাকা
আবেদনের মাধ্যমসম্পুর্ন অনলাইনে
বাপাউবো সাইটবাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডwww.bwdb.gov.bd